Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাত ব্যক্তিত্ব

০১।     বিখ্যাত ব্যক্তির নাম      ঃ      মরহুম আব্দুল গফুর সরকার

কি কারণে বিখ্যাত        ঃ      তিনি একজন বিশিষ্ট সমাজসেবক এবং দানশীল ব্যক্তি ছিলেন।

তিনি একাধিকবার ছাইকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি পাবনা জেলা পরিষদের সদস্যও ছিলেন। এলাকার রাস্তা ঘাটের উন্নয়ন, নদী ভাঙন রোধ ইত্যাদি কার্যক্রমে কৃতিত্বের সাক্ষর রেখেছেন।

 

          জন্ম তারিখ                ঃ      ০১/০২/১৯১৮ খ্রীৎ

          জন্ম স্থান                  ঃ      ছাইকোলা, চাটমোহর, পাবনা।

          মৃত্যুর সন                  ঃ      ১৯৯৫ খ্রিঃ

          কর্ম ও পুরস্কার            ঃ      তিনি এলাকার উন্নয়নের জন্য আমরণ চেষ্টা করেছেন।

 

 

০২।     বিখ্যাত ব্যক্তির নাম      ঃ      মরহুম মহসীন আলী

কি কারণে বিখ্যাত        ঃ      তিনি একজন বিশিষ্ট সমাজসেবক এবং শিক্ষানুরাগী ব্যক্তি

ছিলেন। তিনি ছাইকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং পাবনা জেলা পরিষদের সদস্যও ছিলেন। তিনি এলাকায় ২৩টি প্রাথমিক বিদ্যালয়, ৪টি উচ্চ বিদ্যালয়, ১টি মাদ্রাসা এবং ১টি কলেজ প্রতিষ্ঠা করে এই ইউনিয়নের শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

 

          জন্ম তারিখ                ঃ      ০৪/০৬/১৯২৮ খ্রিঃ

          জন্ম স্থান                  ঃ      ছাইকোলা, চাটমোহর, পাবনা।

          মৃত্যুর সন                  ঃ      ১৯৯২ খ্রিঃ

          কর্ম ও পুরস্কার            ঃ      তিনি ছাইকোলা ইউনিয়নে বহু সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা

করে সর্বস্তরের মানুষের নিকট প্রশংসতি হয়েছেন।