Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দর্শনীয় স্থান

 

দর্শনীয় স্থান

 

ছাইকোলা  ইউনিয়নে উল্লেখযোগ্য কোন দর্শনীয় স্থান নেই।

 

 

 

পর্যটন ও আতিথ্য

ছাইকোলা  ইউনিয়নে কোন পর্যটন স্পট নেই। তবে বর্ষা কালে খলিশাগাড়ী বিলের মধ্যদিয়ে পাবনা-ছাইকোলা রাস্তার বোয়াইলমারী নামক স্থানে রাস্তার দুই পার্শ্বে এক নয়নাভিরাম দৃশ্যের অবতারনা হয়। বিলের সে নৈসর্গিক দৃশ্য অবলোকনের জন্য সেখানে প্রতিদিন শত শত মানুষ আগমণ করে। ইতিপূর্বে উক্ত স্থানে পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য উপজেলা পরিষদে প্রস্তাব পেশ করা হয়েছিল। ইউনিয়নের বোয়াইলমারী নামক স্থানে পরিকল্পিত উপায়ে একটি পর্যটন স্পট স্থাপন করার উদ্যোগ নেয়া যেতে পারে। বর্ষাকালে সেখানকার নৈসর্গিক দৃশ্যের একটি ছবি নিম্নে দেয়া হলোঃ

ছাইকোলা  ইউনিয়নবাসী খুবই অতিথিপরায়ণ। আত্মীয়স্বজন, পাড়াপ্রতিবেশী সবাই পরস্পরকে আপ্যায়ন করতে ও দাওয়াত করে খাওয়াতে ভালবাসে। তাছাড়া বহিরাগত কোন মেহমানকেও এই ইউনিয়নবাসী বিশেষ আতিথ্যে মুগ্ধ করে। আবহমান কাল থেকে ইউনিয়নবাসী এ ঐতিহ্যকে ধারণ করে আছে।