পাবনা জেলার আঞ্চলিক ভাষায়ই সাধারণতঃ ছাইকোলা ইউনিয়নবাসী কথা বলে। তন্মধ্যে সামান্য স্বাতন্ত্র্য রয়েছে। ‘না’ শব্দকে এই ইউনিয়নের লোক ‘লয়’ হিসেবে ব্যবহার করে। যেমন- পাবনা জেলার আঞ্চলিক ভাষার একটি বাক্য ‘তুই গেলু না কে?’ এটাকে ছাইকোলা ইউনিয়নবাসী বলে থাকে, ‘তুই গেলু লয় কে?’ ছাইকোলা ইউনিয়নে মোট ১৬টি সাংস্কৃতিক সংগঠণ/ক্লাব রয়েছে। এগুলো বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে। সংগঠণ/ক্লাবগুলোর নাম নিম্নে উল্লেখ করা হলোঃ ০১। সৌখিন নাট্য গোষ্ঠী, ছাইকোলা, চাটমোহর, পাবনা। ০২। ফুলকলি নাট্য গোষ্ঠী, ছাইকোলা, চাটমোহর, পাবনা। ০৩। বঙ্গবন্ধু শিল্প গোষ্ঠী, ছাইকোলা, চাটমোহর, পাবনা। ০৪। ধুমকেতু শিল্প গোষ্ঠী, ছাইকোলা, চাটমোহর, পাবনা। ০৫। জয়বাংলা সাংস্কৃতিক জোট, ছাইকোলা, চাটমোহর, পাবনা। ০৬। ছাইকোলা সোনাহারপাড়া যুব উন্নয়ন ক্লাব। ০৭। ছাইকোলা উত্তরপাড়া আদর্শ কৃষি ক্লাব। ০৮। ছাইকোল প্রফেরসর’স এসোসিয়েশন। ০৯। শেখ রাসেল স্মৃতি সংঘ। ১০। বিলচলন সমাজ সংস্কার ক্লাব। ১১। বোয়াইলমারী পশ্চিমপাড়া সেবা সংঘ। ১২। বোয়াইলমারী পূর্ব পাড়া কৃষক যুব উন্নয়ন সংঘ। ১৩। বোয়াইলমারী মধ্যপাড়া জয় বাংলা ক্লাব। ১৪। কাটেঙ্গা পল্লী উন্নয়ন একাডেমী। ১৫। কাটেঙ্গা পল্লী উন্নয়ন সমিতি। ১৬। পাইওনিয়ার’স এসোসিয়েশন, ছাইকোলা, চাটমোহর, পাবনা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস