Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

ছাইকোলা ইউনিয়ন পরিষদটি চাটমোহর উপজেলা সদর হতে ১৩কিলোমিটার দূরে ইউনিয়নের ছাইকোলা বাজারে অবস্থিত। চাটমোহর থানার সামনে দিয়ে উত্তর দিকে পাবনা-ছা্ইকোলা পাকা রাস্তা। উক্ত রাস্তা দিয়ে উত্তর দিকে অাঁকা-বাঁকা রাস্তা যোগে বড়াল নদীর উপর নির্মিত বাঁধ দিয়ে নদী অতিক্রম করে একই রাস্তা ধরে ছাইকোলা বাজারে যাওয়া যায়। ছাইকোলা বাজারেই ইউনিয়ন পরিষদ অবস্থিত। ইউনিয়ন পরিষদের নিজস্ব ০.৫২ একর জায়গার উপর একটি পুরাতন ভবনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হয়। এই জায়গার উপর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের বিয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সরকারী ছুটির দিন ব্যতিত প্রতিদিন সকাল ৯-০০ টা হতে বিকাল ৫-০০ টা পর্যন্ত ইউনিয়ন পরিষদ কার্যালয় খোলা থাকে। অফিস চলাকালীন সময়ে যে কোন সেবা গ্রহণের জন্য আগ্রহী ব্যক্তিগণ অফিসে যোগাযোগ করতে পারেন। এছাড়া অফিস সময়ের আগে/পরে কিংবা সরকারী ছুটির দিনে বিশেষ প্রয়োজনে চেয়ারম্যান (মোবাইল নং ০১৭১৬-৬৯৬৮৫১) বা ইউপি সচিব (মোবাইল নং ০১৭২৪-৫৯৩০২৪) এর সাথে যোগাযোগ করা যেতে পারে। যে কোন ব্যক্তি যে কোন সময় ই-মেইলের মাধ্যমে <>যে কোন তথ্য জানাতে, জানতে চেয়ে কিংবা কোন আবেদনপত্র প্রেরণ করতে পারেন।